পোড়াবো তাজমহল

সন্দেহ সম্পর্কের টুঁটি চেপে ধরে
এ ভুল আমি করেছি হাতের পাঁচটি আঙুলে নয়
কিংবা ওথেলোর প্রাগলভ্য রুমালে,
মনের সহস্র ভুল-সন্দেহের ফাঁসে, গ্রীবা ঝুলিয়ে
নিজেই হয়েছি এক নিঃসঙ্গ ফাঁসির আসামী
আমার আপাদ-মস্তক আজ কালো কাপড়ে ঢাকা
দেখতে পায় না কেউ তার প্রকৃত অবয়ব
যেন আমি সিজোফ্রেনিয়া রোগী
নিজের কালো আস্তরণ-ঘরে বন্দি একা
কবিতার পাণ্ডুলিপি ছিঁড়ে করি স্তূপ
কেউ বুঝি লিখিয়েছিলো এসব ষড়যন্ত্রের ইশারায়
আমার আবেগকে উস্কিয়ে দিয়ে নিরর্থক
সাজিয়েছিলো যেন মরণশীল পঙ্‌ক্তিমালা
তাই সন্দেহের আগুনে আমি আজ ভস্ম দেখি
ভস্মের মধ্যে ভালোবাসার ছায়া, তাজমহল
তাজমহল পুড়িয়ে আমি যমুনার জলে ফেলে দেবো,

তবে যমুনা কি ভালোবাসা পোড়াতে দেবে?