পড়ো ছিন্নমূল, পড়ো

অ আ ক খ পড়ো ছিন্নমূল, পড়ো
তোমাদের জন্যে দান
আসছে শিক্ষার মান
পড়ো ছিন্নমূল, পড়ো।

হৈ চৈ ঢিল বেয়াড়া দামাল
রনবী-র তুলিতে তোমরা টোকাই
আসলে তোমরা বোকাই
শিক্ষা সামর্থ্য তোমাদের বালাই
পড়ো ছিন্নমূল, পড়ো।

তোমাদের অশিক্ষার পুঁজি
অন্যের উজীর হবার কারসাজি
জেনে নাও, কি ক’রে হয়ে যাও
তোমরা দাবার খুঁটি
পড়ো ছিন্নমূল, পড়ো।

তোমাদের শর্করা খাদ্যের ভাগ
কেড়ে নেয় কারা
তোমাদের বাল্যশিক্ষার কাল
শিশু-শ্রমে বেচাকেনা হয় যে সকাল
পড়ো ছিন্নমূল, পড়ো।