প্রেম-ভিখিরি

কে যে তোমায় আগলে রাখে
প্রেম-সুবাদে নিত্য সাজে
প্রেম-জীবনের মাঝে
পদাবলীর কোন সে তরুণ বাকে?

সন্ধ্যা যখন টানলো ইতি
দ্বিতীয় জনের উপস্থিতি
ভরাট ভীষণ ভরাট মেঘের চাপ
প্রেম-ভিখিরি দাও করে দাও মাফ।

দ্বিতীয় জন তৃতীয় জন
একজন তো নয়
তোমার কাছে ভিক্ষা চাওয়া
প্রেমের লাগে ভয়।

প্রেমের আবার ভিক্ষা কিসের
প্রেম যে রাজকীয়
হাতির পিঠে ঘোড়ার পিঠে
প্রেম থাকে যে প্রিয়।

কে বলে যায় ওসব কথা
রাজ আসনে প্রেম
ভিক্ষাহীন প্রেম হয় না
বৈষ্ণবী চায় হেম।

প্রেমের থাকে ভিক্ষা-পাত্র
মাথায় রঙিন তাজ
শূন্য থালায় চোখের মুক্তো
এই সে প্রেমিক রাজ।

এই তো আমার প্রেমের বিষয়
ভিক্ষা-পাত্রে রাখি
প্রেমিক হওয়ার একলা পঙ্‌ক্তি
শব্দে শব্দে আঁকি।