প্রতিষ্ঠার সত্যায়ন

যেতে যেতে তুমি কার দিকে তাকিয়েছিলে
সত্য না সত্যায়িতের দিকে?
প্রতিষ্ঠার সত্যায়ন করেন যিনি
চান সময়ের প্রবীণ মন্ত্র
তাঁর সামনে যতোই ধরে রাখো কবিতার খাতা
বিষয় এবং শব্দের কারুকাজে নির্মিত বাগান
‘TO WHOM IT MAY CONCERN’ হবে না স্বাক্ষর
এসব কিছুই তার কাছে শস্যহীন আলপথ
কবিতার সহস্রাব্দ যতোই ধারণ করুক অমরতা
তবু এসবের জন্মজয়ন্তী পালন-বর্ম, পাদপীঠ রেখা
তাঁরই হাতে সীমাবদ্ধ, গোষ্ঠীবদ্ধ অনুপম রাজন
যাঁর বলার ভঙ্গিতে আছে সত্য-সৃষ্টির কল্পিত রূপ
সত্যের বিকল্পে যিনি তৈরী করেন অনিন্দ্য সত্যায়ন
তার কাছে কাব্য-প্রজারা খোঁজেন মোহময় চরিত্র-সনদ
সারিবদ্ধ আমন্ত্রণ নিশ্চিতকরণ
কেউ কেউ পান, রাজার গোষ্ঠীবদ্ধ যারা
অন্যেরা কাতারে দাঁড়ান।

যেতে যেতে তুমি কি তাদের দিকে তাকাও?
যাদের মেধার সাফল্যে আছে কিছু শব্দ-কাটাকুটির ভোর
মোড়ল অনুসারী কিছু কবিতার ভূমি-দখলের পাঁয়তারা
তাদের দলপতির সত্যায়নের আশীর্বাদ মিথ্যা জেনো
এ তোমার আশীর্বাদ নয় অভিসম্পাত
সত্যায়ন দিতে পারেন ভালোবাসার সুধীজন
সুধী-পাঠকের কাছে কবিতার দিব্য-রশ্মির খেলা যদি পাও
তবেই তুমি পেয়ে যাবে সিঁড়ি, অচ্যুতের নিমগ্ন পাঠশালা
কিন্তু সকল সিড়ির উর্ধ্বে নিজ-মেধা বপনের ক্ষেত্রভূমি
তুমি যে কেনই বা একার করো না
এসবেও যদি ভয় জাগে সত্যায়ন আয়ত্তের পূজা নিবেদনে
তবে একা হও, সকল সৃষ্টির কাছে একা হও
একক সত্যে উদিত সত্যায়ন সাধো,
ভুলে যাও মিথ্যা রত্নভার, স্বপ্নের অনিষ্ট সত্যায়ন
শুধু নিজ-জন্মের বৈশাখী ঝড় তুলে
কর্মের শব্দজ-লিপি নিজেই সত্যায়িত করে যাও
“TO DASTIDER IT MAY CONCERN.”