রজত রাত্রির গান

এইসব কাক-পাখি রজত রাত্রির রঙে আজ
মিশে যেতে চায়
দিনের আলোতে এসে ময়ূরের সাজে
পতাকার উড্ডীন ঢেউ নিয়ে
বসে যেতে চায় আমাদের ফসলের মাঠে
কোরাসে মেলাতে চায় গলা
‘স্বাধীনতা’ আমাদের হারানো ছেলের ধন
গোলা চায়, আরো গোলা
ব্যক্তিগত উঠোনে চায় স্মৃতির মিনার

এইসব ময়ূরপুচ্ছের কাক-পাখি
যার হাতে মাটি নেই, কাদা নেই
তবু ফসলের ভাগ চায় অবিরাম
শোনায় যুদ্ধের অমিত শৌর্যের বাণী
আর রজত রাত্রির গান।