রূপ-শীতলতা

তোমার সৌন্দর্যের শীতলতা এতোই উজ্জ্বল যে
আমি আগুনকে সঙ্গে নিয়েও
তোমাকে উষ্ণতা দিতে পারি না
আমি যতোই বলি বাইরে এবং ভেতরে
আমার খরতাপ, প্রচণ্ড তৃষ্ণা
তুমি বার বার একটি জলের পাত্র
এগিয়ে দেবার শুধু ভান করো
আমি যতোবার বলি ভালোবাসা সিনসিয়র
তুমি বলো ‘ভালোবাসা’ শব্দটি যথেষ্ট বোকা
একখণ্ড কালো মেঘ দেখিয়ে বলো
অই যে দেখছো সেও এক-সময় মিলিয়ে যাবে
তারপর শুধু একটি রঙ
তোমার এই বহুবর্ণের ‘ভালোবাসা’ আমি নই
অন্য কেউ অন্য জগতে তার নিবাস
কিন্তু তুমি এসবও বলো না
শুধু আমাকে কেন জানি মোহিত করে রাখো
তোমার মৌনতা দিয়ে, সম্মোহনী রূপ-শীতলতা দিয়ে।

তোমার সৌন্দর্যের শীতলতা এতোই উজ্জ্বল যে
আমি আগুনকে সঙ্গে নিয়েও
তোমাকে কখনো উষ্ণতা দিতে পারি না।