সি-অফে কবি ও চিত্রগ্রাহক

তোমাকে বিদায় দিয়ে বিদায় এবং বেদনার
অর্থ খুঁজি
বেদনা কি কাছের, বিদায় দূরের?
বেদনা কি তুমি আর বিদায় তুমিহীন?
এই সমাকুল অর্থে
তোমাকে বিদায় দিয়ে আমি বেদনার ঘরে ঢুকি
দেখি তোমার অনুপস্থিতির ছায়া-মূর্তি,
কবিতায় ফেলে যাওয়া স্মৃতিভারাতুর শব্দমালা
পঙ্‌ক্তির স্বচ্ছন্দ গতির ঢেউ।

বিদায় মূলতঃ বহিৰ্দশ্য,
ফেইড-আউট, ফেইড-ইন
এই সমার্থে বেদনাও অন্তদৃশ্যে তোমারই ক্লোজশট,
একমাত্র জুমল্যান্স।

তোমাকে বিদায় দিয়ে কবি ও চিত্রগ্রাহক বলেন,
লংশট-ক্লোজশট, বিদায়-বেদনার সহোদর
খোঁজেন পরিপূর্ণ ভালোবাসার এক ছবি ও কবিতা।

তোমাকে বিদায় দিয়ে আবেগাতুর কবি বলেন,
বেদনা কাছের আর বিদায় দূরের
বেদনা তুমি আর বিদায় তুমিহীন।

নিরুদ্বেগ চিত্রগ্রাহক বলেন,
বিদায় জুম-অফ, বেদনা জুম-ইন।