শব্দ-ডিঙা শোভাকর

শব্দ-ডিঙা শোভাকর
যাত্রা ভীষণ চড়ায়
যাত্রার পথ অকূল পারে
কূল কি দেবে তারে?
শব্দ-পুত্র পাল তুলেছে
তাইরে নাইরে নারে।

পাল তুলে নাও হেঁইও টানে
বিজন গাঙের মাঝে
আমরা সবাই হাওয়ার মাঝি
পালের রশি জানে।

হাওয়ার মাঝি উড়তে উড়তে
ডিঙার বহর বাড়ায়
শব্দ-ডিঙার শোভাকরে
কার সে মন হারায়?