দেখতে দেখতে জীবনকাটে স্রোতস্বিনী
খড়-কুটো দিন ভাসান-পাত্র পল্লবিনী
সকল অঙ্গে মুকুল ঝরার শূন্য এ গান
পথ কেটে যায় এই পারাপার নিঃস্ব এ প্রাণ
এক-এর ঘাড়ে দুই বসানোর জবরদস্তি
করতে করতে জীবন কাটে পাই না স্বস্তি
বয়স বোঝা এবার তাড়া কমছে না কি
এ নিঃশ্বাসে অখিল গুরুর ফিরতি পাখি
আকাশ আমার স্ববিশ্বাসে স্বাধীন ভাবি
অন্তরে রূপ বাইরে তাহার প্রকাশ চাবি
হারিয়ে ফেলি হারিয়ে ফেলি পান্থ-ভূমি
মসনদে তার কাব্য বসুক এই যে রুমি
আমারও ঘর তোমার মতো সব ভূ-খণ্ড
অধরা এই জীবন মাঝে সব আশা যে খণ্ড খণ্ড।