সন্ত্রাস-১

একটি ডিমের ওপর তা দিচ্ছে সন্ত্রাস, ভেতর কিংবা বাইরেও
অনাগত শিশুটির চোখ বন্ধ
নাকে নিচ্ছে বারুদের গন্ধ
আগামী পৃথিবীতে যখন সে চোখ খুলবে
দেখবে, তার হাত-পাগুলো জিম্মি
উন্মাতাল মানুষ নামের প্রাণীর কাছে
অসহায় তার আকাশ
স্বপ্নের সড়ক আর নিরাপদ নয়
স্কুলের পথেও কেমন উদ্বিগ্ন অভিভাবক
বর্ণমালাদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
টেলিফোনের অপর প্রান্তে প্রতিবিপ্লবের মুক্তিপণ
আর অর্থের ওপরে একটি বুলেটের পরিমাপ

একটি ডিমের ওপর তা দিচ্ছে সন্ত্রাস
অভ্যন্তরেও ডানার কম্পন
পৃথিবীর কাছে, জীবনের কাছে
যেন পশুত্বের বিরামহীন অভিসম্পাত।