তোমাকে ছোঁয়ার দণ্ড

প্রেমিকের যতোটুকু ভালোবাসা
আমি নিবেদন করে চলি
তারও বেশি গোপনে রেখেছি হৃদয়ে
জানি তোমার কাছেও এমন কিছু গোপন
আছে কি না? তোমার আরাধ্য আকরখানি
পাবো কি না?
এখানেই বলা চলে আমার স্বার্থের গোপনতা
এ যেন বন্দির মাতন ভেবে হেসে যাওয়া
তবে কি ভালোবাসা এভাবে স্বার্থপরতায়
এগিয়ে যায়?
সকল সুন্দরের কাছে হার মেনে
একক সুন্দরে জড়িয়ে থাকা
পরগাছা উদ্ভিদ যেন
জীবনকে টেনে নেয়া নির্দিষ্ট ভালোবাসায়।

এখানেই ফাঁক থেকে যায়, তবে
তুমি কি দিয়েছো তাকে সেই ভালোবাসা,
নিজস্ব গোপন?
না উদ্বৃত্ত কিছু করুণায় বেড়ে ওঠা জীবন
তোমাকেই ঘিরে থাকা
স্বপ্নে কি জাগরণে, না প্ল্যাটনিকে
পূজনীয়া তোমাকে যেমন অন্তরে পোষা
খাঁচা বোনা, নিজেকে বন্দি রাখা তোমার ভেতর
তোমাকে ছোঁয়ার দণ্ডে আরো বেশি সিদ্ধ হওয়া
নিজেকে ফিরে ফিরে পাওয়া
ভালোবাসা ভালোবাসা করে পুনরায় কি বেঁচে যাওয়া?