তোমার চোরাবালি

তোমার চোরাবালি
কাকে যে ডাকছে
আমি তো জানি বেশ
ছবি কার আঁকছে?

তবু তো যাবো আমি
তোমার ডাকে যে
অন্ধ বিনাশে
প্রেমের এ তরীতে।

তোমার চোরাবালি
কি মধু শব্দে
মুখের হাসি নিয়ে
চাঁদও কি জব্দে?

তবু তো যাবো আমি
তোমার মোহেতে
পায়ে কি মাটি জানি
বর্ণ চোখেতে?

তোমার চোরাবালি
যদি এ দেহটা
তোমাতে মৃত্যু
কামনা বলে যা!