তোমার সৌন্দর্য-কীর্তন

তোমার শরীর ও মনে কখনোই ভাষার ব্যাকরণ
পতন হয় না জানি, ছন্দে কিংবা বাক্যে
বানানে কিংবা বুননে
তুমি বিদূষিণী, বসে আছো
আমার হৃদয়ে এক অনন্য পাঠশালা।

যতোবার কবিতার ভাষায় তোমাকে দেখি
তোমার গুণনের গাণিতিক ধারা পাল্টে
যায় প্রাকৃতিক সৌন্দর্যের ধারায়
গ্রন্থিত হয় তোমার রূপ
বিশ্বসুন্দরীরাও হার মানে
তোমার আলোকবর্তিকা নির্ণয়ে।

তুমি দীর্ঘসূত্রিতার সঠিক বানানে
দুর্বল করো আমাকে
ভাষার বর্ণাঢ্য রূপে, সৌন্দর্যের বিভাষিত হাতে
শিল্পীর তুলিও যেন খসে পড়ে।
চোখ দুটো আসে হাতের মুঠোয়
কবিতায় নামে মরূদ্যান।
তোমার সৌন্দর্যের দাড়িপাল্লা হয় না জানি
এক ছটাক নয়, শুধু এক ছটা
ছিটে-ফোঁটা তোমার আলো এসে
যদি পড়তো আমার কলমে
তবে নোবেল পুরষ্কারে আবার দাঁড়াতাম ঘুরে।

এখন আমার কবিতা ঘুরে তোমার পায়ে পায়ে
চায় পোষা-বেড়ালের আদর
দয়া করো বিদূষিণী, পদতলে ফেললো না তাকে।