তুমি পিতৃ-বীজ

তুমি পিতৃ-বীজ সবুজ মাঠের
তোমার ফসল আজ বাঙলাদেশের
তুমি আর বাঙলাদেশ এ-কে একাকার
স্বদেশভূমিতে পাই তোমার আকার।

তোমার নামের ডাকে পদ্মা-যমুনা
পতাকার গাঢ় লালে সূর্যের উপমা
মানচিত্র এঁকে-বেঁকে নদী বয়ে যায়
তোমার জন্মের বাণী নদীরা শোনায়।

পাখিরা অপার সুখ কণ্ঠে তুলে নেয়
গাছেরা সবুজ আঁকে তোমার ছায়ায়
তুমি ভোর বাল্যশিক্ষা শিশুর স্কুলে
কৃষকের একতারা ধান-শীষ মূলে

এইভাবে আবর্তিত বাংলার নীড়ে
আছো তুমি বঙ্গবন্ধু প্রকৃতির ভিড়ে
কি করে আলাদা করি এ-জাতির প্রাণ
তুমি যে এক-আত্মা বাঙালির মান।