উনুন

উঃ উনুন, আঃ উনুন
তোমার বুকের রক্ত নিয়ে
নাম রেখেছি আগুন।

আগুন-বেদী নিয়েই আমার তাপ
যেথাই অন্ন রক্ত বাড়ে
মধ্যবিত্ত সংগ্রামে যার
নুন-পান্তার চাপ।

আঃ উনুন, উঃ উনুন
তোমার কাছেও ঋণ যে আমার
মা-জননীর নুন।

মা যে আমার তোমার পাশে
কালি-কুলি মুখে
তোমার উষ্ণ আবেগ খোঁজে
সন্তানদের দুখে।
উঃ উনুন, আঃ উনুন
তোমার বুকের রক্ত নিয়ে
নাম রেখেছি আগুন।