আজ সংগ্রাম

আজ সংগ্রাম নিজের সঙ্গে! …
নিজেকে আজ
জয় ক’রে নিতে চালাও সাহসী কুচকাওয়াজ!
মনের সকল দিগন্তে করো সমর সাজ!
মাটির আকাশে, মনের আকাশে গর্জে বাজ

এবার আমরা ফিরেছি জেহাদে বৃহত্তর-
এবার তোমার সকল শৌর্য প্রকাশ করো
সিপাহ্‌সালার!
মনের মাটিতে বাজাও দামামা, কাড়া নাকাড়;
এবারের জয়ে দিগন্তে মোর খুল্বে নতুন শাহী দুয়ার।

ওত পেতে আছে ঘাঁটিতে ঘাঁটিতে হিংসার ছুরি ক্ষুদ্রতার,
পর্বত বাধা সম্মুখে আনে দাদ্ভিকতার দৃঢ় পাহাড়,
লুব্ধ বাসনা, জঘন্যতম ক্ষুদ্র কাম,
নির্লজ্জের লেলিহ রসনা, হীন আরাম,
আস্তাকুঁড়ের নোংরা কীটের পংকিলতা,
হিংস্র পশুর হিংসা-নিপুণ পাশবিকতা।
ওত পেতে আছে ক্লেদ-পঙ্কিল শ্বাপদদল!
সিপাহ্সালার! জাগাও এখানে বিপুল বল,
সিপাহ্সালার। চালাও এখানে কুচকাওয়াজ;
মনের আকাশে, মাটির আকাশে গর্জে বাজ।

আজ সংগ্রাম নিজেকে চেনার,
মানবতা নিয়ে বেচা ও কেনার
হাটের ভীড়ে,
সময় এসেছে সকল দেনার
সকল হিসাব মেটাতে ফিরে।
ঋণ শুধবার দিন-
আজ সংগ্রাম নিজের সঙ্গে
নিজেকে চেনার দিন।

ক্লেদ ক্ষুব্ধ এ জনতার মুখে উঠিছে মৃত্যু ফেনা,
মাথার উপর উড়িতেছে দাঁড়কাক,
মৃত্যুর তীরে ভেঙে পড়ে তার বিদায়ের শেষ ডাক,
এল বন্ধুর উপলভূমিতে উদগ্র বৈশাখ!

দেখ জনতার বিশাল অঙ্গ রুগ্ন নিসাড় ছবি,
ডুবে যায় তার মধ্য দিনের রবি,
দেখ অবেলায় ম্লান তার বনভূমি;
নিজেরে বেচিয়া দাঁড়ালো সে বৃথা পিশাচের পায়ে চুমি।

এই জনতার বিপুল অঙ্গে সাড়া দিতে চায় প্রাণ,
আবার সে নিতে চায় নার্গিস লালা পাপড়ির ঘ্রাণ,
মৃত্যু কবলে ক্ষীণতম তবু দোলে আজও তার বুক
এখনো নতুন দিগন্ত পানে আঁখি তার উৎসুক;
নতুন দিনের আগ্রহ তার শিরায় স্পন্দমান।

আজ জাগবার- আজ জাগাবার দিন,
মৃত্যু যেখানে তুলিয়াছে সংগিন
নিজেকে সেখানে সবল করিয়া দিতে হবে শেষ দান।
নিজের সঙ্গে নব পরিচয়ে তরু হ’ল বলীয়ান
সী-বিহঙ্গ শাখায় ধ’রেছে নতুন তান,
জাগে অন্তর্দ্বন্দ্ব বিজয়ী বিরাট বনস্পতি,
উর্ধ্ব আকাশে মাথা তোলবার পেল সে সজীব গতি;
ফলভারে তার শাখা হ’ল রংগিন।
আজ সংগ্রাম নিজের সঙ্গে, নিজেকে চেনার দিন।

এই ঝঞায় সংগ্রাম মাঝে
দাঁড়াবে বিজয়ী বনস্পতি!
আজ মাতালের ভাবাবেগে নয়,
দুর্গমে আজ অটল গতি;
আজ অন্ধের ভাবাবেগে নয়
তোলপাড় করা সাগর বন,
আজ সূর্যের খর দৃষ্টিতে
করো দিগন্ত অন্বেষণ।
করো অচেতন প্রাচীন তনুতে
পুনর্গঠন নূতন মন
করো রাত্রির ঊষর মরুতে
মুক্ত ভোরের বীজ বপন।

প্রতি পাপড়ির পূর্ণ বিকাশে জাগুক মুক্ত গুলে আনার,
প্রতি পাথরের সম্মেলনের প্রকাশে দাঁড়াক তূর পাহাড়,
নামুক সেখানে তওরাত ধারা, নামুক নূরানী আল্ কোরান,
পূর্ণ মুমিন জমায়েত হেথা আনুক আবার নতুন বান,
হেরার সূর্য ঝলকে আবার আসুক মুক্তি চির নূতন;
মুজাহিদ সেনা করুক আবার নয়া জামানার উদ্বোধন।

ভুলে যাক তার পদস্খলন,
তুলে নিক তার স্খলিত পদ;
পথে পিশাচের কোটি প্রলোভন-
আর রাত্রির কালো বিপদ
পায়ে পায়ে পিষে বাধার পাহাড়
আজ চিত্তের সংগঠন;
ব্যক্তির মাঝে- মুক্ত জনতা,
খুঁজুক প্রাণের উজ্জীবন!
মানবতার যে সূর্য- দূরের
তিমির অতলে কাটায় কাল,
আত্মজয়ের শক্তিতে ফের
জাগে তার দিকচক্রবাল।
তাই সংগ্রাম নিজের সঙ্গে নিজেকে চেনার সময় আজ
মাটির আকাশে, মনের আকাশে শোন এক সাথে
গর্জে বাজ।।