আদর্শ

ভিক্ষার অভ্যাস আছে তাই ব’লে করি না মজুরী।
প্রতিবেশী সমাজের দ্বার হ’তে সমুদ্রপারের
নীল প্রগতির কাছে ভিক্ষা আমি করিয়াছি ঢের,
সম্মানজনক শর্তে কখনো বা করিয়াছি চুরি।
ধরিতে পারোনি আজো তোমরা আমার বাহাদুরী
নতুবা গলায় মোর জুতামাল্য বদলে নির্ঘাৎ
দুলিত গৌরব-দীপ্ত যথিকার স্বপ্নাচ্ছন্ন রাত
আমার কীর্তিকে কেউ বলিত না কভু জুয়াচুরি।

আমার আদর্শ শোনো, ছাড়ো গর্ব স্বাজাত্যবোধের
-অনর্থক পরিশ্রম দিন রাত্রি আত্ম-প্রতিষ্ঠার।
পিঠ চাপড়ানি পাও আর যাতে প্রতিষ্ঠা ট্যাকের
তার জন্য ছুঁড়ে ফেলো অনায়াসে লক্ষ্য আপনার,
জানো তো কুকুরে কভু নাহি চাটে মাংসহীন হাড়
যেখানে মাংসের গন্ধ সেখানেই গতি এ দাসের।।