আলমগীর

দেখ নাকি আজ পাপের তুফান ছাড়ায় সকল সীমা ও দিক
বাঘের গুহায় হানা দিতে চায় পাহাড়ী মূষিক মারাঠি শিখ
জাগে না রাতের ঘুমন্ত শের আহত বক্ষে ঝরে রুধির,
এ ঘুম ভাঙাতে রক্ত প্রভাতে জেগে ওঠো বীর আলমগীর।।

আজ ইতরের ঔদ্ধত্যের পুঞ্জিত পাপ মেঘ সমান
ভীরু শৃগালেরা নির্ভীক হ’য়ে করে সিংহকে অসম্মান
করো বিশ্বাসী সিংহকে নিজ শক্তিতে হনি সূর্য তীর
ইস্রাফিলের ‘সূর’ হাতে নিয়ে নেমে এসো বীর আলমগীর।।

দুর্বলচেতা আকবর শা’র মুনাফেক যত সঙ্গীদল
বেদা’তী কুহক মন্ত্র ছড়ায়ে ভরায়েছে ফের পৃথ্বিতল
হে সিপা’সালার! রাত্রি নিসাড় করো অবসান ভাঙো প্রাচীর
জাগাও আকাশে বজ্র আভাসে তৌহিদ শিখা; আলমগীর।।
জাহেলিয়াতের কুফরী আবার ঢাকে তাহ্জীব তমদ্দুন
লাগে মানুষের হৃদয়ে আবার মারী ক্ষয়রোগ জরার ঘুণ
নির্যাতিতের বোবা বেদনায় জমলো কৃষ্ণ মেঘ নিবিড়
এ মেঘ সরায়ে পাহাড় নড়ায়ে দেখা দাও এসে আলমগীর।।

অগণন শের হ’ল মেষপাল দেখেছ কি সেই রূপান্তর
পেয়েছো খবর আজাদীর ঘর হ’য়েছে বদ্ধ পাপ নগর
জড়তার দারু পান করি কারা নিয়েছে আসন জ্ঞানপাপীর
এ নেশা ঘোচাও সাড়া দিয়ে যাও হে জিন্দাপীর আলমগীর।।