বানরের পিঠা ভাগ

দাড়িপাল্লাধারী বানর
(১ম বিড়ালের প্রতি)
ভোজ্য বস্তু ও দিকে হয়েছে বেশী
না-খেলে কিছুটা সমতা হবে না আর…..
[অধিকাংশ পিঠা ভক্ষণ]

(২য় বিড়ালের প্রতি)
ওজনটা দেখি এ দিকেই হ’ল বেশী
পুনরায় কিছু করি সদ্ব্যবহার…..
[অবশিষ্ট পিঠা ভক্ষণ]

উভয় বিড়াল সমস্বরে
পিঠা দূরে থাক, নাই যে পিঠারো দাগ!

বানর
(বৃক্ষারোহণ পূর্বক)
একেই তো বলে বানরের পিঠাভাগ।।