ব্যাঙের গল্প

(হস্তী দর্শনের অনুকূলে)

আমরা তো দেখি পুরো হাতীটাকে, ওরা শুধু দেখে ঠ্যাং!
‘হাতীর স্বরূপ থামের মতন’- চাঁচায় কুয়োর ব্যাং
যদি প্রতিবাদ করে কেউ তবে ব্যাঙেরা দেখায় ঠ্যাং;
মেনে নিলে বাণী খুশী হয়ে ব্যাং গায় যে, ঘ্যাঙর ঘ্যং।

সঙ্গে সঙ্গে রঙিন খেতাব দিয়ে দেয় উপরন্তু,
সেই খেতাবের রঙ দেখে ফের পাকায় বিবিধ জন্তু।

শুধু বিজ্ঞানী মাথা চুলকায়
ওষ্ঠাগত যে প্রাণ;
ব্যাঙের মগজে না যদি মেলে তা
‘বুর্জোয়া বিজ্ঞান’।।