বিগত

ঘাসফড়িঙের রঙ মিশে যায় ধানের সবুজে,
শাপলা শালুকে ঘেরা সুদূর দিগন্ত ছোঁয়া বিল,
বকাওলি পরী বুঝি খোলে আকাশের ঝিলমিল
শুক্লা দ্বাদশীর চাঁদ উঁকি দেয় নীলার গম্বুজে।
নিঃসাড়, নিশ্চুপ হয়ে যে বেদনা ছিল মুখ গুঁজে
আশ্বিনের শুক্লা সাঁঝে সে কোথায় খুঁজে ফেরে মিল,
মনে হয় এক দিন এ জীবন ছিল সাবলীল
বহতা নদীর মত; আজ পাওয়া যাবে না তা খুঁজে।

সে নদী হারায়ে গেছে, তার সাথে তুমি আর আমি
নদীর স্বচ্ছতা ভুলে, ভুলে গিয়ে সেই সাবলীল
হৃদ্যতা: হৃদয়: পথ খরস্রোতে হ’য়েছি ফেনিল;
অজান্তে নিয়েছি পথ- যে সড়ক অজ্ঞাত বেনামী!
শরৎ রাত্রির সাথে এক দিন ছিল যার মিল
হারায়ে পথের রেখা সে আজ মৃত্যুর অনুগামী।।