বোঝাপড়া

তোমাকে দেখেছি আমি মুক্তকচ্ছ বক্তৃতার কালে
অকৃপণ বজ্র কণ্ঠে ফুটে ওঠে সংখ্যাহীন কথা।
তবু দেখি সেই বাণী বয়ে আনে বিষম ব্যর্থতা
তোমার সম্পর্কে বন্ধু বহু কথা হয় আবডালে;

তুমিও বুঝিতে সব একবার পিছনে তাকালে।
তোমার সময় কই? তুমি যেন বাসন্তী-কোকিল
পরের বাসার দিকে ছুঁড়ে ফেলে ব্যস্ততার ঢিল
নতুন বসন্ত পানে উড়ে যাও ঠিক গ্রীষ্মকালে।

আরো কিছু জানি আমি সে সংবাদ প্রকাশ্য বাজারে
ছড়াতে নইক রাজী তাতে ক্ষতি আমারো সমূহ,
তার চেয়ে এসো মোরা ক’ স্যাঙাত বসি একধারে
বক্তৃতার মঞ্চ হ’তে তুলে আনি বঞ্চনার ব্যূহ;
আমার সিংহের ভাগ – তোমাদের অংশ শৃগালের
আশা করি এ কথায় করিবে না আজ হেরফের।।