বন্দরের স্বপ্ন

যখন কিশ্‌তীর মুখ পেল খুঁজে আশ্রয় বন্দর
(আকাশে কুতুব তারা: কর্ণফুলী এ নদীর নাম,
মাটি, মাঠ ছেয়ে চলে সমুদ্রের পথে অবিশ্রাম;
এখানে অনেক মাঝি বহুবার ফেলেছে নোঙ্গর)

বাগদাদের মাল্লা আর মরু হেজাজের সওদাগর
এ মাটিতে পেল খুঁজে শেষ রাত্রির আলিফ লায়লার
হাজার তারার হারে মধ্যমণি এই সিতারার
স্বপ্নালোকে ছিল জেগে মুসব্বর; সুরভি আম্বর।

দরিয়ার পেরেশানি ভুলে ওরা এ পলিমাটিতে
কেউ বা বেঁধেছে ঘর, গেছে কেউ দূর সফরের
নতুন ইশারা পেয়ে সমুদ্রের দুর্গম ঘাঁটিতে;
গেছে কেউ ঘূর্ণাবর্তে বাণী বয়ে মুক্ত জীবনের।
এখানে শতাব্দী ঘন অন্ধকার মৃত্যুর দিঠিতে
ফুটেছে উজ্জ্বল আলো পরিপূর্ণ সুবে উশ্মীদের।