চামড়া

অন্ধকারে ত্বকস্পর্শে ড্রাইভার লছ্মন সিংয়ের
সিজারের তনুস্পর্শে অলক্ষিতে যায় নাকি পাওয়া,
গঙ্গার হাওয়ায় এসে মেশে নাকি টাইবারের হাওয়া;
আলোক নেভালে শেষ হয় নাকি সব সংশয়ের?
ত্বকসুগভীর এই সভ্যতার ফ্যাকাশে রংয়ের
চামড়ার নীচে হাড় থাকিলেও আত্মা বহুদূর
বিগত শতাব্দী শাখে উড়ে গেছে সে লঘু কর্পূর
নতুন জীবনে আজ যাত্রাসঙ্গী নতুন ঢংয়ের।

একমাত্র বাঁচা সার চামড়ার উষ্ণ আস্তরণে
আদর্শের আত্মা থাক পুরাতন টেবিল ড্রয়ারে
নিজেকে হারায়ে ফেলো বহু বস্ত্রে উলঙ্গ ধরনে
আত্মার দৌর্বল্য বন্ধু আনিও না স্বাস্থ্যহীন মনে
আমার বন্ধুত্ব পাবে পথে, ঘাটে, মাঠে ও বাজারে
চর্ম স্বর্গে অধিবাস শ্রেষ্ঠ জেনো ভনে তা বামনে।।