চোর, জুয়াচোর এবং পকেটমারের দৌরাত্মে

(কম্পার্টমেন্টাল উপদেশ)

সাবধান থেক বন্ধু, কেননা সর্বদা হুঁশিয়ার
উপরোক্ত কুলীনেরা কাছেই করেন ঘোরাঘুরি,
সুযোগ সুবিধা মত যথাস্থানে চালাইয়া ছুরি
সর্বদা রাখেন চাল ক্যাপিটালহীন কারবার।
বিশিষ্ট প্রগতিপন্থী এ সকল সাধু মহাত্মার
নৈর্ব্যক্তিক আয়োজনে সৃজিত এ শাঁসালো চাকুরি
সামান্য ব্লেডেই চলে, লাগে নাকো শাবল হাতুড়ি,
প্রয়োজনমত শুধু সিঁদকাঠি হয় দরকার।

অবশ্য দুনিয়াজোড়া সব লোকই কিছু দুষ্ট নয়
(যেমন আমার কথা), মাঝে মাঝে ভালো পাওয়া যায়;
যাহারা প্রকৃত সাধু, ভেজাল-বর্জিত সদাশয়-
দামী আতরের মত তাঁহাদের সুনাম ছড়ায়।
আমার যে ব্লেড আছে তা দেখে কোরো না তুমি ভয়-
শ্মশ্রূ মুণ্ডনার্থে শুধু রাখিয়াছি এ ট্যাক-প্রচ্ছায়।।