চরম

আপাদমস্তক তব গোলামী গর্বের
উজ্জ্বল প্রতীক! তবু করো উদ্গীরণ
স্বাধীনতা বাক্য যবে করে বন্ বন্
অসীম বিস্ময়ভরে মস্তিষ্ক খর্বের;
পদানত এ জীবনে আরক্ত দর্পের
ছায়া পড়ে; কে বলে সে গর্তবাসী জীব
তোমার উৎসাহে দেয় হিমানী নির্জীব
বিবরে নতুন প্রাণ এ ঢোড়া সর্পের।

স্মৃতিস্তম্ভ গড়ে ওঠে হে বীর তোমার
সরকারী খরচে, দ্রুত বাজে জয়ভেরী।
যদি বা কটাক্ষ করে ইতর চামার
প্রতিষ্ঠিতে নব-কীর্তি হয়নাকো দেরী
সুপ্রতিষ্ঠ গোলামীতে ক্ষুদে ফেরাউন
প্রতিবাদ মাত্র হও উদ্যত আগুন।।