চতুর্দশপদী

[কাফেলার প্রতি]

যাত্রা করো, যাত্রা করো হে কাফেলা! রাত্রির প্রচ্ছায়
কত চাঁদ ক্ষয়ে গে’ল, চেরাগ নিভিল সেতারার।
দিন কি হয়নি শুরু? দিন আজও আসেনি তোমার?
শত ব্যর্থতার কান্না হাওয়ার প্রশ্বাসে শোনা যায়!
তোমার কাফেলা জানি হারাবে না কোন সাহারায়;
তোমার প্রভাত রবি চিরদিন তারুণ্যের রবি
মরু মদীনার নবী চিরদিন মানুষের নবী
চির যাত্রিকের ভীড় দেখিয়াছি তাঁর দরজায়।

তোমার দিগন্তে আজ জাগিয়াছে যদি সে মঞ্জিল,
তোমার পথের প্রান্তে তৃষিত ক’রেছে যদি ভিড়
হাতে হাত রেখে যদি মুসাফির জনের মিছিল
ছিঁড়েছে রাত্রির বাঁধ ভাঙিয়াছে পথের প্রাচীর
তবে পথে নেমে এসো হে কাফেলা! নাহি শুনো মানা
বিপদের কালো ডানা হোক্ তব পথের নিশানা।।