চুরি

পরদ্ৰব্য না বলিয়া গ্রহণ করার
চির প্রচলিত পন্থা যাকে বলো চুরি,
দেখ আজ দেশশুদ্ধ মস্তিষ্ক সবার
সেই পথে দেখাতেছে নিত্য বাহাদুরী।
হে সাধু! দিও না দোষ, এ-পথে তুমিও
যদি যোগ দাও এসে মুক্তি পাবে খুঁজে,
তোমার অপূর্ব কীর্তি হ’বে স্মরণীয়
এ কথা বলিতে পারি আমি চোখ বুঁজে।

কেননা দেখেছি আমি এ পথে প্রচুর
প্রাতঃস্মরণীয় জন, সাফল্যে বিরাট
মানুষের মনোরাজ্যে বসায়েছে হাট
অনুসরি চৌর্যবৃত্তি শেয়ানা ঘুঘুর!
যখন ঘুমায় লোকে রুধিয়া কপাট
সিঁদকাঠি এনে দেয় লভ্যাংশ প্রচুর।।