দেশলাই

বিপ্লবের বহ্নিশিখা অবরুদ্ধ দেশলাই কেস-এ
হে বান্ধবী, এক শর্তে জেনে রাখো জ্বালাতে পারি তা
যদি তুমি মোর বক্ষে জ্বেলে যাও প্রণয়ের চিতা
অবৈতনিক ভাবে নিত্য মোর গৃহপ্রান্তে এসে,
বিপ্লবে রসদ যদি জোগাও অকুণ্ঠ ভালবেসে
(কেননা এদেশে সখী, আবহাওয়া বড্ড স্যাঁতসেতে)
বিপ্লবের লাল রশ্মি নিভে যায় জোলো আঁধারেতে)
তোমাকে লভিলে আমি সেই শিখা জ্বেলে যাব হেসে।

দুরূহ পুঁথিতে আমি ক’রেছিও সে বাণী-প্রচার
(ফ্যাসান-বিলাসী তুমি পরিয়াছ ধরা সে-পিঞ্জরে)
তবে দেরী কেন সখী, মোর কণ্ঠে দাও কণ্ঠহার
দুঃস্থ জনতার টানে মাঝে মাঝে এসো মোর ঘরে
বিপ্লবের বার্তা মোর অবশ্য বুঝিবে জনগণ
যে মূহূর্তে হে বান্ধবী! তুমি মোর হইবে স্বজন।