দীউয়ানা মদিনা

এখনো বিস্ময়ে শুনি কাহিনী দীউয়ানা মদীনার,
অজস্র ধানের শীষে ফিরে আসে যখন অঘ্রাণ
জীবনের সহচরী ডোলে তুলে রাখে সেই ধান,
প্রশান্তির তুলি মনে আঁকে ছবি উজ্জ্বল তারার।
এখনো দু’চোখে ভাসে ছবি সে ব্যাকুল প্রতীক্ষার,
যখন ধানের গুছি পুঁতে দেয় স্বামী তার মাঠে,
গৃহকাজ শেষে নারী ভর দিয়ে একান্তে কপাটে
চেয়ে থাকে মাঠ পানে; শূন্য পথে মন ঘোরে তার।

একান্ত সহজ এই গ্রাম্য গাথা, গানের নায়িকা
আশ্চর্য সারল্যে তার এনে দেয় প্রশান্তি, আরাম,
কুটির বা গৃহাঙ্গনে দীপ্ত সেই চিরাগের শিখা
পূর্ণ ফসলের দিনে মনে পড়ে যায় যার নাম
(বিচ্ছেদ ব্যথায় জ্বলে বুকে যার সুতীব্র দাহিকা);
কবরের অন্ধকার ঢাকে চিত্র নয়নাভিরাম।।