ধ্যানী প্রেমানন্দ সমীপে

সকলেই জানে, কেন মার্জার ধ্যান করে।
বাগে পেলে তাই পিঠের চামড়া ‘ট্যান’ করে।।

আমরাও জানি, কেন তুমি আজ ধ্যান করো,
কারে দুশ্মন, কারে অনুচর জ্ঞান করা।।

কিন্তু তুমি তো কাছে নও, আছো দূর দেশে
গেয়ে যাও গান ‘এক-অখণ্ড’ সুর ঘেঁষে।।

জ্ঞানপাপী কিছু এখানে সে তালে তাল ধরে,
তোমার ঘাটেই নৌকা ভেড়াতে হাল ধরে।।

মজা দেখে এরা গান গায় মোটা, মিহি স্বরে;
তোমার বাহন রেগে তোলে হ্রেষা চিঁহি স্বরে।।

সংক্ষিপ্ত এ ভাষণ চালাক প্রেমানন্দকে,
শুধু ইঙ্গিত আত্মটা যার আছে বন্ধকে।।