দর্শক ও আদর্শবাদী

‘চোর তো শোনে না ধর্ম কাহিনী,
সাম্নে মেনেও পাঠায় বাহিনী
কাজটা দেখলে ধর্মের!
এ কেমন রোগ? মূলটা কোথায়,
যদি জানা থাকে জানাও সভায়;
হয়তো হবে তা’ কর্মের।’

‘সকল ব্যাধির দাওয়া আছে ভাই,
মুনাফেকিটার কোন দাওয়া নাই;
চির দুশমন সত্যের।
দু’ মুখো সে পাপ ভোলায় ধোঁকায়;
আর মতলবে মুণ্ড ঝোঁকায়;
খোঁজ রেখো তার তত্ত্বের।’