দোস্ত ও হায়াত দারাজ

‘আদর্শ কর্মীর খ্যাতি চায় যারা কর্মহীন পথে
তাদের উপমা কিছু পেয়েছো কি কাব্যের জগতে।’
এক্ষেত্রে প্রযোজ্য সেই বুদ্ধিহীন গাধার মেছাল
মানুষের মান চেয়ে যে নির্বোধ কাটায়েছে কাল!
অথচ স্বপ্নের ঘোরে ভাবেনি কখনো চতুষ্পদ
মানুষের দল মাঝে নাই তার সীমা ও সরহদ।।’