দোস্ত ও হায়াত দারাজ

‘ইয়ার্কি ছলে টেনে দাও লেজ সকলের,
জেনো রীতিমত বিরক্তিকর এ ব্যাপার,
পদ্য তোমার হয় দুঃসহ ধকলের,
চায় না তো কেউ বিছুটি পাতার এ ‘র‍্যাপার’।
রসাল শায়েরী করো নিয়ে কিছু ইজ্জৎ
এরাও বাঁচ্বে; তোমারো ফিরবে কিস্মত।

‘পাপীর সঙ্গে পরিচয় ব’লে পাপকেও
ছেড়ে যেতে হবে? এ যে দেখি বড় জঞ্জাল,
স্বজন তোষণ করব নিয়ে কি সাপকেও
-সকল শান্তি করে যে হামেশা পয়মাল?
ইয়ার্কি ছলে টানি নাই লেজ সকলের,
চেয়েছি খুলতে মুখোশ পাপের; নকলের।।