‘এক কৃষ্টি’

‘এক কৃষ্টি’ চাও যদি কেন তবে নিত্য অঘটন?
স্বতন্ত্র জীবনাদর্শে কেন উল্টা মানসগঠন?
সুস্পষ্ট স্বাতন্ত্র্য কেন সর্বস্তরে- কান্নায়, হাসিতে?
এ যায় মক্কায় যদি কেন তবে ও যায় কাশীতে।।