একটি আধুনিক শহর

ওখানে শহর যেন লাস্যময়ী তরুণী গণিকা
ভাগ্যবান অতিথিকে প্রতি ক্ষণে জানায় আহ্বান
অর্ধাবৃত তনু হতে ওঠে যার যৌবনের গান;
দিনে সে উদ্ধত আর সন্ধ্যায় উদগ্র সাহসিকা!
অজস্র ভোগের রাজ্যে জ্বলে তার বাসনার শিখা
(জাগায়ে ধমনী প্রান্তে উল্লাসের প্রমত্ত তুফান)!
নির্লজ্জ, লালসাতুর জাগে তার অপাঙ্গে অম্লান
সুতীব্র সম্ভোগ-লিপ্সা; প্রতি অঙ্গে যৌবন লিপিকা।

সর্বগ্রাসী সঞ্চয়ের লোভ আর বিলাস বাসনা
ক’রেছে উন্মত্ত তাকে, নাগিনীর মতো সে নিষ্ঠুর,
প্রেমের পাথেয় নাই, নাই প্রাণে বেদনা অশ্রুর,
মধ্য রাত্রে অতর্কিতে হয় না সে কখনো উন্মনা,
জাগে না কখনো মনে বিরহ বা বৈরাগ্যের সুর;
শাদ্দাদের কল্পলোকে সেই তন্বী নগ্ন, বিবসনা।।