একটি সূর্যোদয়

তীক্ষ্ণ, তীব্র আলোকের তীর ছুঁড়ে দাঁড়ালো যখন
দিগ্বিজয়ী সূর্য, আর অন্ধকার পলাতক ভয়ে
দুরান্তরে, অতিকায় শ্বাপদের মতো (সবিস্ময়ে
ঘুম-ভাঙা চোখ মেলে দেখিল তা’ মাঠ, ঘন বন)।

আকাশের পাত্র পুরে রোশনি তার ফেনার মতন
ঝরে পড়ে পূর্বাঞ্চলে, ছিল যারা রাত্রির সংশয়ে
বিক্ষত অথবা ক্লান্ত, ঘূর্ণমান, জয়ে-পরাজয়ে
উজ্জ্বল দিগন্তে তারা শোনে পূর্ণ প্রাণের স্পন্দন।

স্থবির রাত্রির স্বপ্ন মুক্ত হয় এ ভোরের তীরে
সকল তরঙ্গ বাধা দীর্ণ করে, সব অমঙ্গল
কঠিন আঘাতে কেটে যাত্রা শুরু হয় তার ফের!

ভোরের ইশারা পেয়ে নিশান্তের অস্পষ্ট তিমিরে
যেমন আতপ্ত নীড়ে জেগে ওঠে নিঃশঙ্ক ঈগল
তরঙ্গ, তুফান, ঝড় পাড়ি দিতে দূর আকাশের।।