ফেরাউন-সন্ততি

অনেক ঘুরেছি আমি বে-সরকারী স্বদেশী আড়তে
(দেশ ও দশের গর্ব- উন্নতির চরম স্বাক্ষর-
নেতৃ-দয়া পরিপুষ্ট জনতার বিজ্ঞাপিত স্রোতে)
যে কান্ড দেখেছি সেথা তাতে কিন্তু ভূচর খেচর
শঙ্কায় শুকায়ে প্লীহা নরকের দেখিবে দুয়ার
মালিকের আত্মা নাই, আছে শুধু বিশাল উদর-
কবন্ধ প্রেতের মত গিলে ফেলে উদ্গারে না আর।

জাতীয় উন্নতি তাই কোন কথা বলে যাওয়া ভার
অগত্যা চলিতে হয় মৃদু হাসি হেসে অমায়িক
(কেননা প্রচুর নেতা কিনেছেন জাতীয় শেয়ার:
সে যার সামর্থমত অবসর সুযোগ-মাফিক)
তবু শুনি শ্রমিকের নাভিশ্বাসে তিক্ত অভিশাপ-
যারা বহিতেছে এই ফেরাউন-সন্ততির পাপ।।