গাওসুল আজম

দুর্গম বন্ধুর পথে জীলান সূর্যের হাতছানি …
পরিপূর্ণ সেই সূর্য ক্রমাগত ডাকে আর ডাকে
কাফেলার পথ ছেড়ে যে ফেরে তিমির- দুর্বিপাকে
জীলান সূর্যের রশ্মি তার চোখে দাও আজ আনি।
এ নিরন্ধ্র শর্বরীর অন্ধকারে তীব্র দ্যুতি হানি
তমিস্রা-বিমুক্ত নভে জাগাও নূতন সূর্যোদয়!
বলিষ্ঠ সিংহের মত শক্তিমান, একান্ত নির্ভয়
জীলান সূর্যের রশ্মি যাক্ আজ খররশ্মি দানি।

তিমির-পন্থার দেশে, প্রবৃত্তি-বিজিত মৃত দেশে
এনে দাও সুপ্রবল প্রাণ বহ্নি জীলান সূর্যের,
সত্যের আলোকশিখা এ মৃত কলুষ রাত্রিশেষে
আবার জাগায়ে যাও; দেখে যাও সব আকাশের
সব সমুদ্রের তবে পূর্ণতার অন্তহীন পথ;
প্রতি ধূলিকণিকায় পূর্ণতার প্রচ্ছন্ন পর্বত।