হাফিজ

বোখারা, সমরকন্দ বিকালে যে গালের তিলের
বদলে, ভাবের সাথে দেখালো যে ভাষার মিলন,
শা’নজরের শেষে ‘নব বর-বধূর যেমন
পরিপূর্ণ সম্মিলন’ – তনু, মন, মুগ্ধ হৃদয়ের,
প্রেমপন্থী সেই কবি জেগেছিল ভাগ্যে ইরানের,
মৃত্যুহীন বুলবুল ক’রেছিল মুখর কানন,
রুকনাবাদের পথ শুনেছিল যে কল কূজন;
সে গীতিকা ঠাঁই পেল তৃষ্ণাতপ্ত প্রাণে জাহানের।

অমর গীতিকা সেই- হাফিজের দীউয়ান, গজল,
ভোরের শিশির দীপ্ত, দীপ্যমান রাত্রির তিমিরে
অথবা ঐশ্বর্য সেই আলোকের; – আকাশ নীলার।
এখনো শোনে সে গান হাসি-অশ্রু-আনন্দ সজল
পথশ্রান্ত প্রাণ যত, – তাপদগ্ধ সময়ের তীরে
যেমন পথিক ভোলে কলোচ্ছাসে উচ্ছল ঝর্ণার।।