হীরার কুচির মত

হীরার কুচির মত এ হৃদয় পৃথিবীর ত্রুর নিষ্পেষণে
বেদনার দীপাধারে জ্ব’লে ওঠে অঙ্গার বক্ষের
সুগোপন মর্মমূলে শিহরিয়া তিমির স্ফুরণে,
সঞ্চারিয়া শুক্লা, কৃষ্ণা দুই পক্ষ সুদূর কক্ষের।
গ্রহ তারকার পথে ঘূর্ণমান কালের খেলায়
কোটি সূর্য ফেটে পড়ে সে বঞ্চিত তিক্ত বেদনার
আগুন পরশ পেয়ে দিগ্বলয় তীরে অবেলায়:
হীরার কুচির মত আলো নিয়ে অশেষ কান্নার।

অনেক দীঘল রাত্রি এ কান্নার শেষ চেয়ে আমি
কাটায়েছি তন্দ্রাহীন, বেদনার অনির্বাণ দাহে
তাকায়ে নিজের পানে সবিস্ময়ে মধ্যপথে থামি
দেখেছি বিপুল সৃষ্টি এই তীব্র বেদনা প্রবাহে
নিজেকে হারায়ে ফেলে মুক্তি চায় বিপুল আগ্রহে
হীরার কুচির মত নীহারিকা হ’তে দূর গ্রহে।।