হরিদাসের আক্ষেপ

গুরু তো পগার পার, তবু তার নির্দেশ এখনো
ভেসে আসে স্বপ্নভূমি দূর ভাগীরথী কূপ থেকে
বুড়িগঙ্গা তীরে। আর মধ্য-দিনে ঘনায় যখন
নিতান্ত দুঃসহ রাত্রি;- হিলালী ঝাণ্ডার জোরে

তাহ’লে কি পাক ভূমি টিকে যাবে? আর তমদ্দুন
স্ফীত হবে সাংস্কৃতিক প্রচেষ্টাকে কদলী দেখিয়ে।
আদি অখণ্ডত্ব ধূয়া ভাগ্যে তার পাবে কি বেগুন
কিংবা মর্তমান এই শত্ৰুপুরে কোমর বাঁকিয়ে?

গুরু তো পগারপার, এ সকল পড়ে না নজরে,
‘এদিকে আমার প্রাণ ওষ্ঠাগত, অবস্থা সংগীন,
নৈরাশ্যের চাপা ঝড় ক্রমাগত মুণ্ডে ও পাঁজরে
করে যে কুকাণ্ড, তাকে আর বলা চলে না রংগিন।

ব্যর্থতার গ্লানি নিয়ে প্রতিক্ষণে আমি মরি আজ;
মরিয়া মরে না শুধু পাকিস্তানী হায়াত দারাজ।