হরিদাসের পুনরাবির্ভাব

বাজারে দর্শন দিল আবার ‘যবন হরিদাস’।
আহা কত পুণ্যফলে দেখি আজ অনিন্দ্যসুন্দর
সেই মর্কটের মূর্তি- চন্দন-চর্চিত কলেবর,
ফোঁটা কাটা। এনেছে সে প্রসাদের পরিত্যক্ত ঘাস।

জানালো সে দিতে চাই পাকিস্তানে নতুন আশ্বাস,
কেষ্ট ও বিষ্টুর চেলা করে যাই চির স্মরণীয়
বিজাতীয় কদাচার লেহন সুবাদে সহনীয়
দাসত্বের পৈতাধারী (এতটুকু পাবে না বেফাঁস)।

বিস্ময় জাগিল মনে: হরিদাস মরেনি তাহ’লে;
এখনো সে বেঁচে আছে সম্পূর্ণ বহাল তবিয়তে;
খাসা পাকিস্তানী পোষ্য দুধে-ভাতে, লেপে ও কম্বলে!

অনুকরণের গঙ্গা এ জমিনে বওয়াবে সে ব’লে
আহা বাচ্চা। ভগীরথ আরাধনা ক’রেছে পর্বতে,
অতঃপর নেমেছে সে দুগ্ধপোষ্য এই গণ্ডগোলে।।