ইঁদুর

কাব্যক্ষেত্রে শুরু হ’ল ইঁদুরের তীব্র উৎপাত
সংখ্যাহীন ধেড়ে, লেংটে, বহু মর্দা আর বহু মাদী
কুম্ভীরাশ্রু চোখে এনে অনুভূতিহীন বুকে কাঁদি
কাব্যের পুরানো ঝাণ্ডা ক’রে দিলো পথে ধূলিসাৎ।
ব্যাপার বুঝি না দেখি ইঁদুরের দাঁতের আঘাত,
লাল নীল বহুবিধ অশুচি কাপড়, কীল চড়
হাউই, পটকা, শেল, হনুলুলু গাট্টার পাথর;
তুমুল কাণ্ডের মাঝে শেষ হ’ল দুঃস্বপ্নের রাত।

দিনের প্রান্তরে (!) দেখি এখানেও সেই উৎপাত
অসংখ ইঁদুর-কর্মী ক্ষিপ্র হাতে গাড়িতেছে ভিত
সাম্প্রতিক জীবনের। জমেছে পেট্রল, গ্রানাইট
মধ্যে মধ্যে কাতুকুতু আর তীক্ষ্ণ কাস্তের সংঘাত।
ঘুমায়েও শান্তি নাই জেগে দেখি পথে ঘাটে ইট
নতুন সড়ক আজ গড়িতেছে ইঁদুর সাঙ্গাত।।