ইরানী কিস্‌সা

আহা চটো কেন? চটলে তোমার আসল চেহারা হয় প্রকাশ
অপকর্মের মাঝে তুমি নাই, রেখেছি আমরা এ বিশ্বাস।

আমরা বলিনি মুরগি চুরির ঘটনায় ছিল তোমার নাম,
কাজীর আঙুল ঘুরবার সাথে পুরলো জাতির মনস্কাম।

লুকাতে পালক তুমি আচানক হাত দিলে কেন খালি মাথায়
বৃথা আমাদের দোষ দাও আজ, নিজেই গড়ালে কাল খাতায়।

যত সাধ তুমি দাও গালাগালি, যত খুশী তুমি কুকথা কও
আমরা তো ঢের আগেই বলেছি: তুমি অতি সৎ, অসাধু নও।

ধরা পড়ো যদি রাগের মাথায়;
আসল চেহারা হয় প্রকাশ;
আমরা নাচার! সব মানুষেরি
আছে সহজাত অবিশ্বাস।।