ইতিহাস

অলেখা সে ইতিহাস সমুদ্রের ঘন অন্ধকারে
বিশ্রান্ত মাল্লার সাথে পড়ে আছে যুগ যুগান্তর!
যে কথা জানে না কেউ, কোন দিন রাখে না খবর
তার দীর্ঘশ্বাস জাগে নিকষ রাত্রির রুদ্ধ দ্বারে।

প্রবালদ্বীপের নীচে বন্দী হ’য়ে আছে, তবু তা’রে
দু’দণ্ড খেলার ছলে পেয়েছিল এই খেলাঘর
-এ পৃথিবী। কত দিন রজনীর রক্তিম স্বাক্ষর
আশা নৈরাশ্যের দোলে দোলায়েছে তা’কে বারেবারে।

পানির অনেক নীচে সে ঘুমায় নিশ্চিত বিশ্বাসে
অতলান্ত দরিয়ার ঝড়-শ্রান্ত, বিশীর্ণ যাত্রিক,
যেখানে জাহাজ-ডুবি দেখেছিল আকাশ-নাবিক
রাত্রির নিষ্কম্প তারা, যেখানে হাওয়ার দীর্ঘশ্বাসে
দূরচারী বেদুইন ক্রমাগত ভুলে গেছে দিক
সেখানে স্রেতের নীচে সে ঘুমায় প্রবালের পাশে।।