জালালী কবুতর

গতির প্রতীক তুমি, নিয়ে যাও আলোর পয়গাম
দেশ হতে দেশান্তরে, করো নিত্য নূতন সফর
মৃত নিরানন্দ দেশে আনো তুমি খুশীর খবর;
যে কথা জানে না কেউ উচ্চারিত হয় সে কালাম।
চিরস্থায়ী নীড়ে যা’রা চায় শান্তি, সান্ত্বনা, আরাম
সে ভীরু পাখীর দলে তুমি নও, নাই স্থায়ী ঘর;
নীড়ের প্রত্যাশী তুমি নও হে জালালী কবুতর
অচেনা আকাশে তাই পেলে তুমি ভ্রাম্যমাণ নাম।

গতির দুর্জয় ঝড় দু’পাখায়, সুগঠিত বুক
মানে না তো ক্লান্তি কোন ঘূর্ণাবর্তে, উদ্দাম তুফানে;
পাও না কখনো ভয় বজ্র রবে, বৈশাখের সুরে!
তোমার সকল সত্তা দেখি তাই একাগ্র উন্মুখ।
পরিচিত মাঠ ছেড়ে যেতে আরও দিগন্ত সন্ধানে,
দূর হ’তে দূরান্তরে …দূরে …দূরে….আরে বহু দূরে।।