যাত্রাদলের সৈনিক

যাঁদের দুর্দম গতি পারেনি রুধিতে বালুকণা
লক্ষ নির্যাতন যার প্রতিবন্ধ হ’তে পারে নাই
মরুচারী মুমীনের সে-ঈমানে করেছি বড়াই,
বক্তৃতায় বলেছি তা; শুনেছিও কভু অন্যমনা।
কারণ আমরা ব্যস্ত আছি নিয়ে কর্ম-উন্মাদনা,
সর্বদা হুংকার করি, কখনো টেবিল চাপড়াই
উত্তেজনা নিয়ে ফিরি যেন তপ্ত ফুটন্ত কড়াই
জেহাদে না নেমে বুঝি কিছুতেই আর ছাড়ব না।

কেননা মোদের রক্তে আছ শৌর্য পূর্বপুরুষের
জেহাদের মাঠে যারা গড়েছেন নির্ভীক জামাত
শুধু অসুবিধা এই ঘুমে যদি হয়ে পড়ি কাত
টেবিলের উত্তেজনা তারপর থাকে নাকো আর,
পরদিন চেষ্টা করে সাজি ফের সৈনিক যাত্রার;
অনুভব করি নাকো এ প্রচেষ্টা ব্যর্থ বানরের।।