জ্যৈষ্ঠ

জ্যৈষ্ঠ তোমার সূর্য কিরণ বর্শা হানো
এ নৈরাজ্য যাক পুড়ে আজ তীব্র দাহে,
যাক সরে আর, যাক দূরে আজ তীব্র দাহে,
জ্বালো তোমার প্রলয় মশাল ধ্বংস আনো।
জ্যৈষ্ঠ তোমার উপপ্লবের বর্শা হানো,
আনো দাহন, মৃত্যু-মহান এ খাব গাহে;
আঙুরবনের স্বপ্ন জ্বালাও তীব্র দাহে;
যাক সরে আর যাক দূরে যা ছায়া ম্লান!

চৈত্র-উদাস মর্মরে আর পাতবো না কান,
যুগান্তরের বহ্নি মেঘে পাব না ভয়
জ্যৈষ্ঠ-দাহে ভরবো আমার জয় বিষাণ
ছড়াবো সে উগ্র জ্বালা বিশ্বময়;
মরণ-ভীতু দেখবে জেগে সেই সময়
প্রলয় দিনের মাঠে আমার জয় নিশান।।