জমিওয়ালা

বাইজী অঞ্চল তলে আরক্ত গোলাবী দ্বিপ্রহরে
(রাত্রি তো অবর্ণনীয় বোতলের চক্রান্তে বেহুঁশ)
ভেবেছি পৈতৃক পেশা চরিতার্থ কেবল শহরে
যদিও গোমস্তা আদি মেরে যায় সর্ববিধ ঘুষ।
(প্রজাপুঞ্জ পদানত, চাকরাণী নৈকট্যে মধুর
তবুও ভেবেছি আমি স্বপ্ন-স্বর্গ কেবল শহরে
ষাঁড়ের ভূমিকা জানি অভিনয় করিবে বাছুর
মন্বন্তর সে সুযোগ আনিয়া দিয়াছে ঘরে ঘরে।)

বিদেশী প্রভুর দানে শহরের আভিজাত্য নিয়া
গ্রামে পচে মরা পাপ (যদিও রয়েছে মেষপাল,
তাদের সঞ্চিত রক্ত পাওয়া যায় লিভার চষিয়া
দোহন, শোষণ আদি হয় তাও কিছু বে-সামাল।
কেননা মোদের তবে সর্বদাই নায্য সে সেলামী
হোক তা হালালী কিম্বা হই মোরা আদর্শ হারামী।)